ময়মনসিংহের ভালুকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, আশ্রয়নে বসবাসরত অসহায় নারীদের মাঝে ৫টা সেলাই মেশিন নগদ ৩ জনের প্রত্যককে ২হাজার টাকা এছাড়া ২৫জন নারী উদ্যোক্তার মাঝে ২৫হাজার টাকা করে ঋনের চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার(৮ আগস্ট) উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন,আ’লীগনেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।