ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড়ে এসএসসি ২০২৩ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ঢাকার কুইন্স কলেজের পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড় উপজেলা সদরের জিপিএ-৫ প্রাপ্ত ২৮৪ জনকে একটি মেডেল ও সনদপত্র এবং জিপিএ-৪ প্রাপ্ত ৭৩৯ জন শিক্ষার্থীকে একটি করে সনদপত্র প্রদান করা হয়। এতে ঢাকার কুইন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন, পঞ্চগড়ের ভজনপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, আবু তালেবসহ বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, ঢাকার কুইন্স কলেজের পক্ষ থেকে এর আগেও পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছিল। আজকে সদর উপজেলার মেধাবী এক হাজারের বেশি মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হল। এরপর আনুষ্ঠানিকভাবে বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার শিক্ষার্থীদেরও একইভাবে সংবর্ধনা দেয়া হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com