পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুইন্স কলেজ
পঞ্চগড় প্রতিনিধি || ৯:১৫ অপরাহ্ণ ॥ আগস্ট ৬, ২০২৩
পঞ্চগড়ে এসএসসি ২০২৩ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ঢাকার কুইন্স কলেজের পক্ষ থেকে ওই সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফলে পঞ্চগড় উপজেলা সদরের জিপিএ-৫ প্রাপ্ত ২৮৪ জনকে একটি মেডেল ও সনদপত্র এবং জিপিএ-৪ প্রাপ্ত ৭৩৯ জন শিক্ষার্থীকে একটি করে সনদপত্র প্রদান করা হয়। এতে ঢাকার কুইন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন, পঞ্চগড়ের ভজনপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাসনুর রশিদ বাবু, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, আবু তালেবসহ বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, ঢাকার কুইন্স কলেজের পক্ষ থেকে এর আগেও পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছিল। আজকে সদর উপজেলার মেধাবী এক হাজারের বেশি মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হল। এরপর আনুষ্ঠানিকভাবে বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার শিক্ষার্থীদেরও একইভাবে সংবর্ধনা দেয়া হবে।