নাটোরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬আগস্ট) সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনময় সভায় নবাগত পুলিশ সুপার বলেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। আইন শৃংখলা বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের ক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। আর সাংবাদিকরা পুলিশের কাছে দর্পণ স্বরুপ। তাদের সামনে দাঁড়ালে তারা বুঝতে পারেন যে তাদের কোন ভুল আছে কিনা। সাংবাদিকরা আমাদের ভুল ধরিয়ে দিতে পারেন। আমাদের এ দেশ কারো দয়ায় আমরা পাইনি। যুদ্ধ করে আমরা এ দেশ পেয়েছি। তাই আমাদের সবার দায়িত্ব এ দেশকে শুদ্ধ করে রাখা ।” তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নাটোর গড়া সহ সকল ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে লক্ষ্য রেখে পুলিশ কাজ করবে বলে জানান। গনমাধ্যমকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা আলোচনা সভায় তুলে ধরে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল ইসলাম, ডিআইও কাজী জালাল উদ্দিন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ওসি (ডিবি) মো. আব্দুল মতিন, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহমেদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *