নাটোরের সিংড়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন
নাটোর প্রতিনিধি: || ৫:১১ অপরাহ্ণ ॥ আগস্ট ৪, ২০২৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এদেশের নিপিড়িত, বঞ্চিত ও
অবহেলিত মানুষের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে ৫টি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু পঁচাত্তরে দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স-পরিবারে হত্যা করলে সেই সুফল পায়নি এদেশের মানুষ। তাঁরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কমিউনিটি ক্লিনিকসহ সকল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র
জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিক সমিতির সম্পাদক মাওলানা রুহুল আমিন, আল-বাসার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডা. তাহের, ডা.ছালমান সহ অন্যরা।
সিংড়া ডায়াবেটিক সমিতির সার্বিক পরিচালনায় দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় চার হাজার মানুষের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।