ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মাদারীপুরে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি রোধে জনসচেতনতামুলক সভা

মাদারীপুর প্রতিনিধি || ৮:১২ অপরাহ্ণ ॥ আগস্ট ২, ২০২৩

মাদারীপুরে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি রোধে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২আগষ্ট)বিকেলে টেকেরহাট বাসস্টান্ডের হাওলাদার টাওয়ার মাঠে রাজৈর থানা ও গ্রামিনফোনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এইচএস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ,রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলার সাগর আহমেদ উজির, রাজৈর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: শাহিন খান,রাজৈর উপজেলা সেচ্ছাসেবকলীগের কাওছার মোল্লা,খালিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আরিফ শেখ সহ অনন্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিকিউরিটি এন্ড অডিট অফিসার মো: আলতাফ মাহমুদ।

এ সময় বক্তরা বলেন দেশের সার্থে চোরাইকৃত মোবাইল ফোন টাওয়ারের ব্যাটারি বৈধ কোন কাগজ পত্র ছাড়া না কেনার আহবান জানান যাহারা ব্যাটারি চুরির অপরাধের সাথে জরির তাদের কে আইনের আওতায় আনা হবে এবং চোরাইকৃত ব্যাটারি ক্রেতা এবং বিক্রেতা কে ধরিয়ে দিতে পুলিশ কে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com