ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ রোভার দল’র বৃক্ষরোপণ কর্মসূচী

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ৮:০০ অপরাহ্ণ ॥ আগস্ট ২, ২০২৩

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী’র সমাপ্তি হয়েছে। সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচী বুধবার (২ আগষ্ট) শেষ হয়েছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ’র আরএসএল হুমায়ুন কবীর জানান, সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচী চলাকালে কলেজ চত্বর ও নড়াইল-ফুলতলা সড়কের পাশে বনজ, ফলদ ও ঔষধি বিভিন্ন ধরনের প্রায় ২শ গাছের চারা রোপন করা হয়েছে।
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ রোভার দল’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীতে সহযোগিতা করেন সহকারি অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস (দর্শন), শেখ আকিদুল ইসলাম (অর্থণীতি), আব্দুল মান্নান মোল্যা (ইংরেজি), প্রশান্ত কুমার বিশ্বাস (আইসিটি) সহ রোভার স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com