পটুয়াখালীর বাউফলে নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতৃবুল আলম এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাউফল পৌসভার মেয়র জিয়াউল হক জুয়েল,বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার,উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।