শ্রীমঙ্গলে ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ব্লক প্রদর্শণী স্হাপনের মাধ্যমে রোপা আমন ধানের সমলয়ে চাষাবাদের শুভ উদ্বোধন হয়েছে।
আজ সোমবার উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, কালাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব প্রমুখ।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সমলয়ে চাষাবাদ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।