পঞ্চগড় গুণীজন সম্মাননা প্রদান কমিটির সভা ও আর্থিক সহায়তা প্রদান

পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান কমিটির এক সভা গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি সিনিয়র ইন্সট্রাক্টর আফজাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, মিজানুর রহমান বাবলু, কমিটির সদস্য প্রবীণ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ ও জেলা কালচারাল অফিসার মো. জাকির হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সম্মাননা প্রদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে তিন বছরের জন্য ১৫ জন গুণীজনের তালিকা চুড়ান্ত করা হয়। সভায় আগামী মাসের সুবিধাজনক দিনে আনুষ্ঠানিকভাবে এই গুণীজনদের মেডেল, সনদ ও উত্তরীয় প্রদানের সিদ্ধান্ত হয়। একই অনুষ্ঠানে দুই জন গুণী শিল্পীর প্রত্যেককে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। #

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *