কাহালুতে যুব লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
হারুনুর রশিদ, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৯:৪৬ অপরাহ্ণ ॥ জুলাই ৩১, ২০২৩
বগুড়ার কাহালুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাহালু উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা যুববলীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী টনি’র সন্চালনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নান্নু, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিএম বিল্লাল হোসেন, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, পৌর যুব লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, যুবলীগ নেতা বিপুল চন্দ্র প্রমূখ।