মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম মহিলা আওয়ামী লীগের উদ্যেগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই রবিবার বিকেলে উপজেলার রাঢ়ীকান্দি দারুসসালাম দাখিল মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন মহিলা আওয়ামীলীের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্ত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, ফরাজিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইন্জি.রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারক, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম মিলন মুন্সুী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, ফতেপুর পশ্চিম ইউপির সদস্য ওয়াহেদুল হক সরকার, মাসুদ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাশরুম খান তামিম প্রমুখ।