বাগেরহাটে টাউন হল সভা অনুষ্ঠিত

বাগেরহাটে রাজনৈতিক শিল্পীপূর্ণ শিষ্টাচার বিষয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকালে রূপান্তরের আয়োজনে এবং ইউএসএইড এর অর্থায়নে ও আইআরআই এর সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক নেতা ও সুধীজনদের সাথে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। টাউন হল মিটিং এর উদ্দেশ্য বর্ননা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর-এর পিস কনসোর্টিয়াম প্রকল্পের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুন্দরবন একাডেমী খুলনার নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট শরিফা খানম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ, এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, প্রেসক্লাব-সভাপতি নিহারঞ্জন সাহা, অধ্যক্ষ ঝিমি মন্ডল, অপরাজিতা রহিমা খাতুন, প্যানেল মেয়র তানিয়া খাতুন, জোসনা দেবনাথ, কাকলি সরকার, কল্লোল সরকার প্রমূখ।
টাউন হল সভায় এ শান্তিপূর্ন রাজনৈতিক সহাবস্থান বিষয়ে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন উপস্থিত রাজনৈতিক দলের নেতারা।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *