ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি || ৯:২৪ অপরাহ্ণ ॥ জুলাই ৩০, ২০২৩

সারাদেশে মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা। শিক্ষকেরা নিজের স্বার্থের জন্য সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। ফুলবাড়ীতে ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করেন। এরপর থেকে শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে গত ১৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে বিদ্যালয় বন্ধ করে। গতকাল রবিবার ফুলবাড়ী উপজেলার ৩৭টি বিদ্যালয় ঘুরে দেখা যায় প্রত্যেক বিদ্যালয়ে তালা ঝুলছে। কোন শিক্ষক নেই। তেমনি ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্থানীয় ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্কুলে তালা ঝুলিয়েছে। গত শনিবার মাধ্যমিক শিক্ষকেরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাতেই ঢাকায় চলে যান। আজ রবিবার ঢাকায় শিক্ষকেরা তাদের চাকুরী জাতীয়করণের জন্য আন্দোলন করছে। এ কারণে মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখা হয়েছে। এতে ফুলবাড়ী উপজেলার ১৩৯২৩ জন শিক্ষার্থীদের লেখাপড়া চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল সাথে কথা বললে তিনি জানান, উপজেলা মাধ্যমিক অফিসারের সঙ্গে কথা বলুন, তিনি বিষয়টি বলতে পারবেন। ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম এর সাথে মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধের বিষয়ে এবং ছাত্রদের লেখাপড়া নষ্ট হচ্ছে কথা বললে তিনি জানান, তাদের এই আন্দোলন রুটি-রুজির। এ বিষয়ে আমার করণীয় কিছু নেই।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com