নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সমাপনী দিনে পুরস্কার বিতরণ
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: || ৩:৫১ অপরাহ্ণ ॥ জুলাই ৩০, ২০২৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার মো: মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মুহাম্মদ রেজা,কৃষি কর্মকর্তা এনামুল হক,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আবদুল্লাহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে উপজেলার ৩ জন সফল মৎস চাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।