পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বালক/বালিকা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বাউফল পাবলিক মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইলাল খেলা ও পুনস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন ,সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ. স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আ’লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া,উপজেলা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদ ও পৌর আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুর ইসলাম,প্রাথমিক শিক্ষক সমিতির নর্ব নির্বাচিত সভাপতি ফিরোজসহ প্রমুখ।
বালিকা বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয় ।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নওমালা ইউনিয়নের ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বাউফল সদর ইউনিয়নের অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলায় চ্যাম্পিয়ন হয় ।
খেলা পরিচালনা করেন, বাউফল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও কেশবপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক হুমায়ন কবির।