ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইলে অসহায় রোগিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ৪:০৫ অপরাহ্ণ ॥ জুলাই ২৯, ২০২৩

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সংগঠনের কর্মকর্তা কাজী ইসমাইল হোসেন লিটন জানিয়েছেন এ সেবা কার্যক্রম অব্যহত ভাবে চালিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে সেবার মান ও কার্যক্রম আরোও বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলছে।

প্রতি মাসের শেষ সপ্তাহে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৮ জুলাই) দিনব্যাপী শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২শ অসহায় ও দুঃস্থ্য রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া বেশ কিছু রোগীকে ওষুধ প্রদান করা হয়। কোন ফি ও ভোগান্তি ছাড়া এ ধরণের চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত রোগিরা। শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ’র সাবেক অধ্যক্ষ ডাঃ শরীফ জাহাঙ্গীর আতীক, আরেক ছেলে ডাক্তার শরীফ শামীম আতীকসহ তাদের পরিবারের ছয় সদস্য দিনব্যপী রোগীদের চিকিৎসা সেবা দেন।

এছাড়া চিকিৎসা সেবা দেন একই পরিবারের গাইনী ও প্রসূূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তাওফিকা হুসাইন তুলি, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, দন্ত ও মুখমন্ডল বিশেষজ্ঞ ডাঃ শরীফ শামীম আতীক, ডাঃ শরীফ জায়েদ আতীক, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক গাইনী বিশেষজ্ঞ জান্নাতুন প্রিয়াংকা ও ডাঃ ফারিহা জেবীন হৃদি। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়নে একাধিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং চলমান রয়েছে। চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রæপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

শিক্ষাবিদ মরহুম শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ’র সাবেক অধ্যক্ষ ডাঃ শরীফ জাহাঙ্গীর আতীক জানান,‘ তার পিতা সাবেক জেলা শিক্ষা অফিসার মরহুম শরীফ আতিয়ার রহমান একজন শিক্ষাবিদ ছিলেন। পিতার আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর উত্তরসূরি হিসেবে তাদের পরিবারের ৬জন চিকিৎসক প্রতি মাসের শেষ শুক্রবারে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গরীব রোগীদের মাঝে বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। অসহায় মানুষেরা যাতে সহজে চিকিৎসা সেবা পায় সে জন্য বিভিন্ন এলাকায় প্রতিমাসে স্বাস্থ্য ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় কয়েকটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। স্বাস্থ্য সেবার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবৃত্তি চালু করা হবে। তাদের পরিবার সকল মানবিক কার্যক্রম চলমান চালিয়ে যাবে। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন,‘ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের চিকিৎসা কার্যক্রম মানুষের মাঝে সাড়া ফেলেছে। হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে চিকিৎসা নিতে গিয়ে অনেক রোগী আরো অসুস্থ্য হয়ে পড়েন। তাছাড়া অকারনে টেষ্টবাণিজ্যের কারনে গরীব ও অসহায় রোগীদের হাজার হাজার টাকা চলে যাচ্ছে। সেক্ষেত্রে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা অসহায় ও দুঃস্থ্য রোগীদের জন্য বড়ধরনের উপহার। শরীফ আতিয়ার রহমানের পরিবারের মতো এভাবে যদি অন্যরাও এগিয়ে আসেন তা-হলে সমাজের অসহায় ও দুঃস্থ্য মানুষের কষ্ট অনেকাংশে লাঘোব হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com