শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক মহিলা সমাবেশ অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৯:৫৮ অপরাহ্ণ ॥ জুলাই ২৮, ২০২৩
শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(২৮ জুলাই) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, যুগ্ম সাধারন সম্পাদক এনাম হোসেন চেীধূরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
অনুষ্ঠানে কলা গাছের তন্তুু থেকে তৈরি কলাবতী শাড়ীর বুনন কারিগর কমলগঞ্জের রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
সমাবেশের আগে একটি র্যালি শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী অংশ নেন।