নীলফামারীর সৈয়দপুরে ২৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৬৩ জন
ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ৫:০৮ অপরাহ্ণ ॥ জুলাই ২৮, ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে এবারে এসএসসি পরীক্ষায় ২৮ প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩ হাজার ২শ ৫১ জন। এদের মধ্যে পাশ করেছে ২ হাজার ৬শ ৮৬ জন। জিপিএ – ৫ পেয়েছে ৪শ ৬৩ জন।
শতভাগ পাশ করেছে তিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
সৈয়দপুর সরকারী বিঞ্জান কলেজ থেকে অংশ নেয় ১১৬ জন। পাশ করেছে সকলেই। জিপিএ – ৫ পেয়েছে ১০৮ জন। আল ফারুক একাডেমী থেকে ১৯১ জনের মধ্যে সকলেই পাশ। জিপিএ- ৫ পেয়েছে ৩৫ জন এবং তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জন অংশ নিয়ে পাশ করে সকলে। জিপিএ – ৫ পেয়েছে ২৪ জন।
২৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে। এ প্রতিষ্ঠান থেকে অংশ নেয় ৩৮৭ জন। পাশ করেছে ৩৭৯ জন। জিপিএ – ৫ পেয়েছে ১২৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে অংশ নেয় ২২৫ জন। পাশ করেছে ২২৩ জন। জিপিএ – ৫ পেয়েছে ১২৩ জন।
সৈয়দপুরে ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯ প্রতিষ্ঠান থেকে জিপিএ- ৫ পেয়েছে ৪৬৩ জন। তার মধ্যে সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছে ১২৯ জন লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় জিপিএ – ৫ পেয়েছে ৩ জন। তুলশীরাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন। পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১ জন। শেরে বাংলা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২ জন।
আল ফারুক একাডেমী থেকে ৩৫ জন। ক্যান্টবোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন। বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। খালিসা বেলপুকুর স্কুল এন্ড কলেজ থেকে ১ জন। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ থেকে ১ জন। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন। ছমির উদ্দিন আদর্শ বিদ্যালয় থেকে ১ জন। চওড়া উচ্চ বিদ্যালয় থেকে ২ জন। সৈয়দপুর সরকারি বিঞ্জান কলেজ থেকে ১০৮ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১২৩ জন। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১৬ জন। আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল থেকে ১ জন।
সৈয়দপুর ২৮ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯ প্রতিষ্ঠান থেকে কেউ পায়নি জিপিএ – ৫।
লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিয়ার রহমান সরকার জানান,আমরা সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছি। তিনি জানান এবার সৈয়দপুরে পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯১ ভাগ।