সৈয়দপুরে কাপ-আপ প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ স্লোগান নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পতিত জমিতে বৃক্ষরোপণ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিক্ষক, শিক্ষার্থীরা।

২৬ জুলাই সৈয়দপুর পৌর এলাকার উত্তর আবাসনের পুলপাড়া এলাকায় রোপন করা হয়।প্রকল্পের শিখন কেন্দ্র মুক্তধারা ডাম ইউসিএলসি চত্বরে গাছের চারা রোপণ করে

উদ্বোধন করেন শিখন কেন্দ্রের সভাপতি আনোয়ার হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, কাঁঠাল, জলপাই, ডালিম, পেয়ারা ও মেহগনি গাছের শতাধিক চারা রোপণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, সুপারভাইজার মিজানুর রহমান, ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য ডা. সোহেল আদম, শিক্ষক জাহানারা সুমী, শবনম আক্তার, তাবাসসুম, মনিরা পিংকি ও শামা পারভীন।

বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের আওতায় সৈয়দপুর পৌরশহরে ২৫ টি শিখন কেন্দ্র রয়েছে। গত ১৫ জুলাই থেকে শহরের বস্তি এলাকার পতিত জমিতে বিভিন্ন প্রকার ফলদ ও কাঠ জাতীয় গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *