ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ১০:৪২ অপরাহ্ণ ॥ জুলাই ২৫, ২০২৩

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ভার্চুয়ালী যুক্ত হয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ‚মি) স›দ্বীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খান, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আশিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতলিব প্রমুখ।

পরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com