ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ৯:৫৩ অপরাহ্ণ ॥ জুলাই ২৪, ২০২৩

জামালপুরে ডোবায় জমে থাকা পানিতে ডুবে সাত বছর বয়সী দুই শিশু মারা গেছে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।
সোমবার (২৪জুলাই) দুপুরে সদরের ভেলা পিংগলহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শুকরিয়া ভেলা পিংগলহাটি গ্রামের সাদ্দাম হোসেনের কন্যা এবং আতিয়া এরশাদ হোসেনের কন্যা।

পারিববারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

দুই শিশু স্থানীয় নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: