শ্রীমঙ্গলে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৫:৩৮ অপরাহ্ণ ॥ জুলাই ২৩, ২০২৩
‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় আরো উপস্হিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, সমবায় কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন।