বাউফলে ১৬২ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ৮:১৮ অপরাহ্ণ ॥ জুলাই ২৩, ২০২৩
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নধীন জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রখল্পের ক্রয়কৃত ট্যাবলেট প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পটুয়াখালীর বাউফলে পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে উপজেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ট্যাব বিতরণ করা হয়। সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ এ ট্যাব বিতরণ করেন।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এদেশের মাটি ও মানুষের কল্যাণে বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে ঘোষনা দিয়েছেন।
তিনি আরো বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি বেশী নজর দিতে বলেছেন। ট্যাব লেখাপড়ার কাজের ছাড়া অন্য কাজে যেন ব্যবহার না হয়। এই জন্য শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক, বি.আর.ডি.বি চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহিম ফারুক প্রমুখ ।
এর পর প্রধান অতিথি একই স্থানে জাতীয় শিক্ষাসপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন -২০২৩ প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।