বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে ইয়াসিন(১০) নামের একজন শিশু কে ধরে নিয়ে কতিথ চুরির অভিযোগে রশি দিয়ে বেধে মধ্যযুগীয়ভাবে নির্যাতন করা হয়েছে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে এ নির্যাতনের ঘটনা মোবাইলে ভাইরাল হলে রামপাল থানা পুলিশ নড়েচড়ে বসে এবং দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করে। থানা পুলিশ এ ঘটনায় ৩ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মল্লিকের বেড় গ্রামের শহিদুল মাঝির ছেলে মাহমুদ ইসলাম (২৫), একই এলাকার মৃত মোজাম্মেল হাওলাদারের ছেলে মোঃ কেরামত হাওলাদার (৫০) ও মৃত আব্দুর রহমানের ছেলে গ্রাম্য চৌকিদার মোঃ নাসিম খাঁন (৩৬)। স্থানীয়রা জানায়, মল্লিকের বেড় গ্রামের অলিয়ার হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার কে এলাকার গ্রাম পুলিশ (চৌকিদার) মোঃ নাসিম খান কতিথ চুরির অভিযোগে শুক্রবার জুমার নামাজের আগে ধরে এনে বাড়ীর সামনে রাস্তার পর রশি দিয়ে বেধে নির্মমভাবে নির্যাতন করে। এসময় উপস্থিত হয়ে আরো কয়েকজন এ নির্যাতনে অংশ নেয়। যা মোবাইলে ভিডিও ধারন করা হয় এবং ভাইরাল হয়।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, বে-আইনী জনতাবদ্ধে পথরোধ করতঃ ইয়াসিন নামের এক শিশুকে আটকাই রাখিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারন ও গুরুত্বর জখম করার ঘটনায় ভয়ভীতি ও হুকুমদানের অপরাধে চৌকিদারসহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা অলিয়ার রহমান হাওলাদার বাদী হয়ে শুক্রবার রাতেই একটি মামলা করেছেন। গ্রেফতার আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।#