নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহের চারা বিতরণ
নাটোর প্রতিনিধিঃ || ১১:৩৬ অপরাহ্ণ ॥ জুলাই ২২, ২০২৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গ্রামীণ ব্যাংকের রাজাপুর বড়াইগ্রাম শাখার উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহে বিভিন্ন প্রকার ফলের চারা বিতরণ করা হয়েছে।
রাজাপুর বড়াইগ্রাম শাখার সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলের চারা বিতরণ করেন পাবনা জোনের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী এরিয়া ম্যানেজার ছিরাতুল ইসলাম এবং শাখা ব্যাবস্থাপক ফেরদৌস রহমান প্রমুখ।
উল্লেখ্য গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় বৃক্ষরোপন সপ্তাহে রাজাপুর বড়াইগ্রাম শাখার উদ্যেগে মোট ৭৫৫০ টি বৃক্ষের চারা রোপন করা হবে ।