ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় রাস্তা নির্মানে বাঁধা!

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ১১:২৬ অপরাহ্ণ ॥ জুলাই ২২, ২০২৩

নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় জনগনের যাতায়াতের জন্য পৌর কর্তৃপক্ষের নির্মিত রাস্তা একটি পক্ষের আপত্তির মুখে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জনগন। তাদের দাবি দলিলে রাস্তা উল্লেখ থাকলেও মৃত গোলাম কবীর এর সন্তানেরা ওই দলিলের শর্ত অমান্য করে জনগনের যাতায়াতের রাস্তা বন্ধ করার অপচেষ্টা করছেন।
শুক্রবার (২১ জুলাই) সকালে সরজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, রঘুনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত সহকারি ভূমি কর্মকর্তা নুর ইসলাম এর বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি পৌর কর্তৃপক্ষ ইটের সলিং দ্বারা নির্মান করছেন। কিন্তু ওই রাস্তার পাশের একটি বাড়ির মালিক মৃত গোলাম কবীর এর ছেলে আহসান কবীর ও মেয়ে সামিরা জাহান এ রাস্তা নির্মানে বাঁধা দিচ্ছেন। তাদের দাবি ওই রাস্তা নির্মিত হচ্ছে তাদের জায়গার ওপর দিয়ে। এদিকে স্থানীয়দের অভিযোগ জমির সাবেক মালিক জমি বিক্রির সময় রাস্তার জন্য দলিলে উল্লেখ করে জমি ছেড়ে দিয়েছেন,সেই জমির ওপর দিয়ে রাস্তা নির্মিত হচ্ছে। দীর্ঘদিন ওই রাস্তা দিয়ে এলাকার সর্বসাধারণ রীতিমত যাতায়াত করে আসছেন। ক্ষোভ প্রকাশ করে একাধিক ব্যক্তি বলেন তারা শুধু রান্তা উন্নয়ন কাজে বাঁধা দেয়নি,এলাকার সম্মানীয় ব্যক্তিদের অসম্মান ও মানহানীকর কথা বলেছে। এমনকি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর কথা লিখে মানহানী করেছে। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন,হঠাৎ করে কোন রাস্তা উন্নয়নের কাজ করা যায় না। তার জন্য প্রথমে স্থানীয়দের মতামত ও তাদের স্বার্থ সুবিধার বিষয়টি দেখা হয়। এরপর অনেক প্রক্রিয়া ও কাজ করে প্রকল্প অনুমোদন শেষে যথাযথ নিয়ম মেনে রাস্তা নির্মান করা, উন্নয়ন বা সংস্কার কাজ করা হয়। ওই রাস্তাটি ওই এলাকার সাধারণ মানুষের অনুরোধে তাদের স্বার্থে করা হচ্ছে। জোর করে কারো জমির ওপর দিয়ে পৌরসভা রাস্তা করছে না। যে রাস্তা ছিল, সেই রাস্তায় পৌরসভা কেবলমাত্র ইটের সলিং করছে। তাই কেউ যদি কোন অভিযোগ করে থাকে তা সঠিক নয়। জনস্বার্থেই রাস্তাটি করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com