বকশীগঞ্জে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: || ৭:৫২ অপরাহ্ণ ॥ জুলাই ২১, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা গেছে। এসময় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (২১ জুলাই) দুপুর ২ টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কাভার্ড ভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা যায়। শামীম মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে। এসময় আহত হয় একই এলাকার সাফিজল হকের ছেলে রাকিবুল হাসান (২৩) নামে আরও এক যুবক।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।