অবসরে গেলেন পঞ্চগড়ের করোনা যোদ্ধা লুৎফর রহমান
পঞ্চগড় প্রতিনিধি || ৯:১১ অপরাহ্ণ ॥ জুলাই ২০, ২০২৩
অবসরে চলে গেলেন পঞ্চগড়ের করোনাযোদ্ধা মো. লুৎফর রহমান। সর্বশেষ তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) ছিলেন তিনি। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে সেবা দিয়ে আসছিলেন। করোনায় তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্যাম্পল সংগ্রহ করে জেলা সদরে নিয়ে আসতেন নিয়মিত। ভয়ভীতি আর আতঙ্ককে উপেক্ষা করে পুরো করোনাকালে তিনি এই দায়িত্ব পালন করেন। সেই করোনাযোদ্ধা লুৎফর রহমান চাকুরী থেকে অবসরে গেলেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন সহকর্মী মেডিকেল টেকনোলোজিস্টরা। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ^ স্বাস্থ্য সংস্থার স্যার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা ইপিআই সুপার হাসিবুর রহমান লাবু, মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) রায়হান আলী ও ইদ্রীস আলী বক্তব্য দেন। বক্তারা লুৎফর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। শেষে অবসরে যাওয়া অতিথিকে উপহার তুলে দেয়া হয়।