শ্রীমঙ্গলে ১২৬ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘ট্যাব’ বিতরন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৩:৪৭ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাবলেট এর মধ্যে প্রয়োজনের অতিরিক্ত ১২৬ টি ট্যাবলেট মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শ্রীমঙ্গল উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার স্হানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।