লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগরে এন্তাজুল ইসলাম (৫৩) নামের এক কৃষক বিদুৎ স্পৃষ্টে নিহত হয়েছে।
বুধবার(১৯ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর সাতপাটকি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিদুৎ স্পৃষ্টে নিহত কৃষক এন্তাজুল ইসলাম সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকার কাউয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষক এন্তাজুল দুপুরে তার জমিতে কাজ করছিলো। কাজ করার সময় সেখানে পড়ে থাকা বিদুতের তারে জড়িয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে অন্য জমিতে কাজ করা লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিদুৎস্পৃষ্টে কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।