ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভোলায় নতুন পুলিশ সুপারের যোগদান

কামরুজ্জামান শাহীন,ভোলা\ || ১১:৩৭ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩

ভোলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. মাহিদুজ্জামান। বুধবার (১৯ জুলাই) সকালে তিনি ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
পরে তিনি নিজস্ব কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং বিকাল ৪ টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে নবাগত পুলিশ সুপারকে বরণ করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার বরণ করা হয়।
বরণ অনুষ্ঠানের শুরুতে নবাগত পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন। তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপ‚র্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মো. মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com