ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ভাড়াটিয়ার দখলে মালিকের বাড়ী, পথে পথে ঘুরছেন সন্তানরা

বাগেরহাট প্রতিনিধি ।। || ৭:৫৪ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩

মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। এনিয়ে ওই প্রতিবন্ধী মোতালেব জমাদ্দারের ১৩ সন্তান তাদের বাড়ীতে গেলে বুধবার (১৯ জুলাই) সকালে তাদেরকে মারধর করা হয়। এ ঘটনায় মাসুদা বেগম (৪৮) নামে তার এক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক সকালে এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এদিন এ বিষয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোতালেব জমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। তিনি এসময় সাংবাদিকদের বলেন, ২০০০ সালে মোর্শেদ সড়কে ১৫ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। পরে ২০০৩ সালে স্থানীয় সাইফুর রহমান সাব্বির নামে এক ব্যক্তিকে তাদের বাড়ীতে ভাড়া দেন। এরপর তারা কাজের উদ্দেশ্য ঢাকায় যান। ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত তাদের ঘর ভাড়া দিতে থাকেন। পরপর্তীতে ঘর ভাড়া নিয়ে টালবাহানা করে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাড়ী ছাড়া করেন। এনিয়ে ২০১৮ সালে থানায় জিডি করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে আরেকটি মামলা করেন ভাড়াটিয়া সাব্বির। পরে তিনি জাল কাগজ তৈরী করে বাড়ীটি জবর দখলে নেন।

এনিয়ে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেও কোন সূরাহ হয়নি বলে জানান মতিউর রহমান রানা। তিনি বলেন, সাব্বির অত্যান্ত ভয়ংকর প্রকৃতির লোক। এখন তাদের বাড়ীতে উঠতে দিচ্ছেন না তিনি। তাই বাড়ীতে উঠতে না পেরে পথে পথে ঘুরছেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাইফুর রহমান সাব্বিরেব মোবাইলে ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

্মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন,মারামারির বিষয়টি ফোনে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। থানায় কেউ লিখিত এজাহার দাখিল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com