ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাউফলে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি || ২:৩৮ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩

পটুয়াখালীর বাউফলে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বাউফল থানা পুলিশ। আজ বুধবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন। এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার (১৮ জুন) মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়। ভোর সাড়ে ৪টার দিকে লঞ্চটি উপজেলার ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তারা ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া (২০),বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মুনির (৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান (২৬) কে ৯ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসেন ।
নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন এলাকাবাসী জানান, আটককৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত কালাইয়া বাজারে গাঁজা বিক্রি করে আসছে। তাদের ভয়ে কেহ প্রতিবাদ করতে পারছে না। তাদের জন্য যুব শ্রেনী ধ্বংশ হতে যাচ্ছে ।
এবিষয় বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com