ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনব্যাপী ফল উৎসব

পঞ্চগড় প্রতিনিধি || ৪:০৪ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩

জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমান সম্পন্ন নানান ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল বুধবার পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে দিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয়। আত্মমানবতার সেবায় নিয়োজিত অলাভজনক সংগঠন ‘রঙধনু ফাউন্ডেশন’ ওই ফল উৎসবের আয়োজন করে।

সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। উদ্বোধনের পর অতিথিরা উৎসবে অংশ নেয়া স্টলগুলো পরির্দশন করেন। পরে অডিটোরিয়াম মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বিভিন্ন ফলের গুণাগুণ বিষয়ে বক্তব্য দেন। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদর্শিত অর্ধ শতাধিক দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়। ফল প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ফলের গুণাগুণ সংবলিত ফেস্টুন মেলা প্রাঙ্গণে প্রদর্শন করা হয়।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী শবনম আকতার জানায়, আম, জাম, লিচু, কাঁঠাল, কলা ছাড়াও ড্রাগন, করমচা, গোলাপ জাম, জাম, জামরুল, খেজুর, বেল, কমলা, মালটা, কাজু-কাট বাদাম,আলু বোখরা, আনারস, কাটলিচু, কিসমিস, জায়তুন, পিচফল ও আতাসহ কত রকমের যে অপরিচিত ফল আজ দেখেছি ভাবাই যায় না খেয়েছি অনেক ধরণের ফল। আয়োজকদের ধন্যবাদ দিয়ে শবনম জানায়, প্রতি বছর এই ফল উৎসবের আয়োজন করলে শহরের শিক্ষার্থীরা অনেক ফল ও এর পুষ্টিমান সম্পর্কে জানতে পারবে।
রঙধনু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুষার জানান, ফলকে পরিচয় করিয়ে দিতে এবং ফলের গুণাগুন জানাতেই এ ফল উৎসবের আয়োজন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com