পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
পঞ্চগড় প্রতিনিধি || ৭:৫৮ অপরাহ্ণ ॥ জুলাই ১৯, ২০২৩
বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সহসভাপতি আবু তোয়বুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, বিপেন চন্দ্র রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলনসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।