ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়িতে সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ || ৭:৫৫ অপরাহ্ণ ॥ জুলাই ১৬, ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দীর্ঘ তিন বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে এগারোটায় টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, নবজাগরণ সমাজসেবী সংগঠন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, বড় লই সমাজ উন্নয়ন সংস্থা, এ্যাক্টিভিষ্টা কুড়িগ্রাম ও বিভিন্ন সমাজসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম, প্রভাষক হুমায়ূন কবির লেবু, সাংবাদিক এমদাদুল হক মিলন, মাহবুব হোসেন সরকার লিটু, নাজিউর রহমান স্বাধীন সহ আরো অনেকে।বক্তারা বলেন, তিন বছর আগে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অ্যাম্বুলেন্স চালক ব্যক্তিগত কারণে বিবাদে জড়ান। সেই ঘটনা গড়ায় মামলা-মোকদ্দমায়। এরপর থেকেই উপজেলাবাসি সরকারি অ্যাম্বুলেন্স সেবা হতে বঞ্চিত। বিগত তিন বছর ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

চিকিৎসার প্রয়োজনে কাউকে ফুলবাড়ী থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা রংপুরে নিয়ে যেতে দ্বিগুণের বেশি ভাড়া দিতে হয়। জরুরী প্রয়োজনে অনেক সময় পাওয়া যায় না বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন।ফলে রোগীকে নিয়ে চরম দুর্দশায় পতিত হতে হয়। রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে না পারায় প্রায় সময় ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বন্ধ থাকা সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু না করলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com