বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, আগামী মাস শোকের মাস। শোককে শক্তিতে অভ্যুদয় ঘটিয়ে শিল্পে জাগরণ গড়ে তুলতে হবে। সা¤্রাজ্যবাদ আর আসবে না। শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে। এ লড়াইয়ে সকলকে শামিল হতে হবে। আর যাতে স্বাধীনতা বিরোধীদের হাতে জাতীয় পতাকা হাতে না যায় সেজন্য তিনি আগামীতে শিল্প সাহিত্য, সংস্কৃতি ও শিশুবান্ধব সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক চর্চা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। তিনি গতকাল রোববার দুপুরে পঞ্চগড় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিশু সংগীত ও নৃত্যদলের প্রযোজনা ‘আমরা সবাই মঞ্চকুড়ি নটনন্দনে ফুটবো’ শীর্ষক শিশুদের পরিবেশনায় নৃত্য ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুন নাহার সাকী। অনুষ্ঠানে নৃত্য ও সংগীতের ১০টি গান পরিবেশন করা হয়।
এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত শতাধিক শিশুকে তিন দিনব্যাপী জেলা শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ইয়াসমিন আলী ও নৃত্য প্রশিক্ষক এসকে জাহিদ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে একটি করে প্রযোজনা নির্মাণ করা হয়। #