দেশের মানুষকে অশান্ত করতে বিএনপি-জামাত মাঠে নেমেছে—-সমাজকল্যান মন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি।। || ৬:২৯ অপরাহ্ণ ॥ জুলাই ১৬, ২০২৩
বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছেন। তাদের অশান্ত করতে বিএনপি জামাতের কর্মীরা মাঠে নেমেছেন। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা যেন কোনভাবেই মিষ্টি কথা বলে সাধারণ মানুষকে বস করতে না পারে।
শনিবার (১৫জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হাজিরহাট বাজার ও বৈরাতীতে ৫শত পরিবারের মাঝে খাবার বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে সমাজকল্যাণ মন্ত্রী নরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা এখন পাগল হয়ে গেছে। কখন কি বলছে তারা নিজেই জানে না। নির্বাচন অংশগ্রহণ না করে নির্বাচনে শান্তি নষ্ট করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তাই নির্বাচন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাতে সবাইকে ভোট দিতে হবে।
মন্ত্রী বলেন, বন্যায় মানুষ অনেক কষ্ট করছে। কই বিএনপিকে তো সাহায্য করতে এখনো দেখা যায়নি। তাহলে জনগন তাদের কথায় কেন তাদের ভোট দিবে।
সময়জকল্যানমন্ত্রী আরো বলেন, চরাঞ্চলের মানুষের প্রধানমন্ত্রী প্রতিনিয়তই স্পেশাল বরাদ্দ রাখে। যেটি সবার আগেই তীরবর্তী মানুষদের হাতে পৌঁছে দেয়া হয়। তাই আমার বিশ্বাস বিএনপির কথায় তারা আর কোন বিশ্বাস করবে না।
গত কয়েকদিন থেকে তিস্তার পানি বিপদসীমার উপরে থাকায় তিস্তা তীরবর্তী বানভাসি মানুষের দুঃখ দুর্দশা দেখেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজামান আহমেদ। এসময় পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৗস আলম, চলবলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও সমাজকল্যাণমন্ত্রীথর ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানসহ আওয়ামীলীগের নেতীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পরিদর্শন করেন।