ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে প্রতারণা মামলার পলাতক আসামী মাছুদুর গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৮:১৫ অপরাহ্ণ ॥ জুলাই ১৬, ২০২৩

কাহালুর আড়োলা বাজারে অগ্রাণী ব্যাংক লিঃ এর এজিন্ট শাখা খুলে প্রতারণার মামলায় মাছুদুর রহমান (৩১)কে পুলিশ গত শনিবার গাজীপুর হতে গ্রেফতার করেন।
থানা সূত্রে জানাযায়,বগুড়ার কাহালু উপজেলার পাইকড় আড়োলা বাজারে লতিফ মার্কেটের তৃতীয় তলাভাড়া নিয়ে “অগ্রণী ব্যাংক লিঃ এর এজিন্ট শাখা” খুলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে মাছুদুর রহমান ও তার সহযোগীরা অফিসে তালা ঝুলিয়ে গত ২ ফেব্রæয়ারী/২০২৩ উধাও হয়। এব্যাপারে আকবর আলীসহ ১৩ জন ভুক্তভূগী গ্রাহক মাছুদুর রহমানসহ জড়িত ৭ জনকে আসামী করে কাহালু থানায় একটি প্রতারণা মামলা করেন। মামলার পর হতে প্রতারক মাছুদুর রহমানসহ সকল আসামী পলাতক হন। গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা অফিসার ইনর্চাজ মাহমুদ হাসানের দিক নির্দেশনায়,ওসি (তদন্ত) ফিরোজ ওয়াহেদ এর নেতৃত্বে থানা পুলিশ গতকাল শনিবার মামলার প্রধান আসামী প্রতারক মাছুদুর রহমানকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে গ্রেফতার করেন।
প্রতারক মাছুদুর রহমান বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকোঁওর গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com