সময় টিভির বিশেষ প্রতিনিধি ও রংপুর অফিস ব্যুরো প্রধান মমিনুর রহমান ওরফে রতন সরকার এর দাফন সম্পন্ন হয়েছে। ১৪ জুলাই মরহুমের নামাজে জানাযা নিজ বাসা নীলফামারীর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের লাশ পুরাতন কবর স্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এম পি আসাদুজ্জামান নূর, এম পি আহসান আদেলুর রহমান আদেল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক,পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ অনেকে। তারা মরহুমদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য ১৩ জুলাই সাংবাদিক রতন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি পিতা মাতা, স্ত্রী,সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে যান।