ইসলামপুরে ৫শতাধিক গবাদিপশুকে টীকা প্রদান
ওসমান হারুনী,জামালপুর: || ৬:১০ অপরাহ্ণ ॥ জুলাই ১৪, ২০২৩
বন্যার পূর্বপদক্ষেপ ও প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে এফবিএ প্রকল্পের আওতায় ৫শতাধিক গবাদিপশুর টীকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার চিনাডুলী ইউনিয়নে গবাদিপশুর টীকা প্রদান কার্যক্রম চলে।
এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের এফবিএ প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা (এসপিও) তাহসিন আজি,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, লাইভস্টক ফিল্ড এসিসট্যান (এলএফএ) রাকিবুল ইসলাম, ইসলামিক রিলিফ প্রতিনিধি নৌশীন আরা ফেরদৌসি, আশরাফুন নাহার আশা, সাবিনা ইয়াসমিন ও গাজীউর রহমান উপস্থিত ছিলেন।