ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরে নলডাঙ্গায় গ্রামীণ রাস্তা করায় ১১ টি গ্রামের কৃষকের মুখে হাসি

নাটোর প্রতিনিধি. || ৭:৩৭ অপরাহ্ণ ॥ জুলাই ১৩, ২০২৩

মিনি কক্সবাজার খ্যাত নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা, বিলজোয়ানী পাটুল এলাকায় মাটি কেটে কাবিটা প্রকল্পের আওতায় ১৬শ ৫০মিটার ৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তা উদ্বোধন করা হয়েছে ।

এই রাস্তা দিয়ে হালতি বিল থেকে ১১ টি গ্রামের হাজার হাজার মানুষের উৎপাদিত ধান,গম,পেয়াজ,ফুট্টা , পাট সহ অন্যান্য আবাদি ফসল কেটে কৃষক ঘরে তুলে। এই রাস্তটি নির্মিত হয়ে কৃষকের মুখে হাসি ফুটাছে বলে জানান এলাকার সাধারণ কৃষক জানান।
প্রকল্পটি বাস্তবায়নে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগিতায় ও পিপরুল ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক দেওয়ান মোঃ শাহজালাল এর তত্ত্বাবধানে রাস্তাটি পরিপুর্নতা হওয়া এলাকাবাসী সংসদ সদস্য শিমুল ও দেওয়ান মোঃ শাহ-জালাল দু-জনের দীর্ঘায়ু কামনা করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com