“ সবাই মিলে গড়ব দেশ দূর্নীতি মুক্ত বাংলাদেশ, “বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি “ সবাই মিলে শপথ কার দুর্নীতি বাজদের ঘৃণা করি” দেশ প্রেমের শফথ নিন দুর্নীতিকে বিদায় দিন” উপরোক্ত প্রতিপাদ্যকে গুলো সামনে নিয়ে,গত বৃহস্পতিবার কাহালু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আযোজনে, উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং বগুড়া জেলা দূর্নীতি দমন কমিশন এর সার্বিক ব্যবস্থাপনায় “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় মাধ্যমিক স্তরের ৮ বিদ্যালয়ের শিক্ষাথীরা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় কাহালু মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দল চাম্পিয়ন ও কাহালু টি এন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদল রানারআপ হন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন,দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা,কাহালু পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন,একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম,বীরমুক্তিযোদ্ধা নজিবুর রহমান,কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনুস আলী টনি,প্রভাষক নামুন নাহার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।