কাহালুতে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
হারুনুর রশিদ, কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ || ৮:১৬ অপরাহ্ণ ॥ জুলাই ১৩, ২০২৩
বগুড়ার কাহালুতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মোতাহার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহকারি পরিচালক মোঃ জাকির হোসেন, কাহালু আর্দশ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি কলেজের প্রভাষক নাজমুন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবর রহমান,বীরমুক্তি মোজাম্মেল হক,প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী টনি,কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ প্রমূখ। এর আগে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশ গ্রহনে দুর্নীতি বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।