ভালুকায় এমপি ধনু’কে গণ সংবর্ধনা
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - || ৫:১০ অপরাহ্ণ ॥ জুলাই ১০, ২০২৩
ভালুকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু পবিত্র হজ্জ পালন শেষে সোমবার( ১০ জুলাই) দুপুরে নিজ নির্বাচনী এলাকায় আসলে স্থানীয় নেতা কর্মীরা তাকে গাড়ী ও মোটরসাইকেল বহর নিয়ে ভালুকার সীমান্তে বরণ করেন।পরে দলীয় কার্যালয়ে এসে ফুল দিয়ে গণসংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, পরিবহন মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইন্জিনিয়ার মাসুদ পারভেজ, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার, সহ স্থানীয় নেতৃবৃন্দ।