ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরে পুলিশের এক ভুয়া কর্মকর্তা গ্রেফতার

নাটোর প্রতিনিধি || ১:৫৮ অপরাহ্ণ ॥ জুলাই ১০, ২০২৩

নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মিজানুর রহমান(৩১) নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সুত্রে জানাযায়, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে মিজানুর রহমান ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। ম্যাসেঞ্জারে কথাবার্ত বলার সময় সে বিশ্বাস জমিয়ে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে শারীরীক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম রাজি হয় না। এসময় সে গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন মাধ্যমে ভিকটিমের কাছে থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তার ধারনকৃত গোপন ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে ১২মে ভিকটিমের বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্ব্বক ধর্ষণ করে এবং তার কাছে থেকে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে দু’দফার ভিকটিমের কাছে থেকে ৩৩ হাজার টাকা নেয়। এরপরও সে ভিকটিমের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকলে ভিকটিম নিজে বাদি হয়ে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। ভিকটিমের এজাহার দায়ের করার পর হতে আসামী মোঃ মিজানুর রহমান গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আতœগোপনে চলে যায়। র‌্যাব বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করেছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com