সুনামগঞ্জে আইনজীবী সমিতির মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি || ৯:৪২ অপরাহ্ণ ॥ জুলাই ৯, ২০২৩
সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এবং অবৈধভাবে দখলকৃত খামারখালসহ ৫টি খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি পালন করেছে
রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান,অ্যাডভোকেট রোকেস লেইস,অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেস,অ্যাডভোকেট রুহুল কবির তুহিন,অ্যাডভোকেট বুরহান উদ্দিন,অ্যাডভোকেট এনাম আহমেদ ও এড. জিয়াউর রহিম শাহিন প্রমুখ।
বক্তারা বলেন,এই শহরে ভূমিখেকো কিছু কুচক্রীমহল দীর্ঘদিন ধরের শহরের খামারখালসহ অবৈধভাবে ৫টি খাল তেঘরিয়া, বড়পাড়া, বলাইখাল, নলুয়াখালি খাল দখল করে বাসা বাড়ি নির্মাণ কওে আসার কারণে শহওে জলাবদ্ধতা লেগেইে থাকে। তাই এই খালগুেিলা উদ্ধারে সরকার ও স্থানীয় প্রশাসনের উর্ধবতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন আইনজীবিরা।