ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সুনামগঞ্জে আইনজীবী সমিতির মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি || ৯:৪২ অপরাহ্ণ ॥ জুলাই ৯, ২০২৩

সুনামগঞ্জ পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এবং অবৈধভাবে দখলকৃত খামারখালসহ ৫টি খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি পালন করেছে
রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির সামনে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান,অ্যাডভোকেট রোকেস লেইস,অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেস,অ্যাডভোকেট রুহুল কবির তুহিন,অ্যাডভোকেট বুরহান উদ্দিন,অ্যাডভোকেট এনাম আহমেদ ও এড. জিয়াউর রহিম শাহিন প্রমুখ।
বক্তারা বলেন,এই শহরে ভূমিখেকো কিছু কুচক্রীমহল দীর্ঘদিন ধরের শহরের খামারখালসহ অবৈধভাবে ৫টি খাল তেঘরিয়া, বড়পাড়া, বলাইখাল, নলুয়াখালি খাল দখল করে বাসা বাড়ি নির্মাণ কওে আসার কারণে শহওে জলাবদ্ধতা লেগেইে থাকে। তাই এই খালগুেিলা উদ্ধারে সরকার ও স্থানীয় প্রশাসনের উর্ধবতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন আইনজীবিরা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: