ফুলবাড়িতে ১৩কেজি গাঁজা সহ-২মাদক কারবারি আটক
উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: || ১০:১৫ অপরাহ্ণ ॥ জুলাই ৯, ২০২৩
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩কেজি গাঁজা সহ ০২জন মাদক কারবারি আটক।
জানাযায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ এর নেতৃত্বে ০৮(জুলাই) শনিবার রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামের মোঃ রিয়াজুল ইসলামের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা সহ- ১, মোঃ কোহিনুর ইসলাম (৩৫) ও মোঃ রিয়াজুল ইসলাম (১৯)কে হাতেনাতে আটক করে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।