ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে সৈয়দ তেহারী ঘরের উদ্বোধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৭:৫১ অপরাহ্ণ ॥ জুলাই ৮, ২০২৩

গত শুক্রবার বিকেলে কাহালু জনবহুল এলাকা রেলওয়ে চারমাথায় “সৈয়দ তেহারী ”ঘরের উদ্বোধন করা হয়। তেহারী ঘরের উদ্বোধন করেন বিশিষ্ট পল্লী চিকিৎসক আব্দুল মান্নান। এসময় তেহারী ঘরের প্রোপ্রাইটর সৈয়দ তোহেব্বুল আলম সবুজ, ইয়াশকান লুতু, মৎস্য ব্যবসায়ী মঈনুল ইসলাম কবিরাজ রিপু, ব্যাংকার শাহনেওয়াজ নিপু, আব্দুল্লাহ আল মামুন,লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মেজবাহুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক মাঃ আব্দুল হামিদ।
কাহালু উপজেলা চেয়ারম্যান সুরুজ
আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত শুক্রবার বিকেলে কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে“কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সূরুজ” আন্তঃজেলা ফুটবল টুর্ণমেন্ট/২৩ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নমেন্টের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদ রানা,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, কামাল উদ্দিন কবিরাজ, মানিক উদ্দিন কবিরাজ,সাংগঠনিক সম্পাদক পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী, কাহালু প্রেসক্লাব সভাপতি ইউনুস আলী টনি,কাহালু টিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আলহাজ্ব আজিজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন,বগুড়া বনাম সিরাজগঞ্জ জেলা।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com