সুইডেনে কোরআনের অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পঞ্চগড় প্রতিনিধি || ১১:২১ অপরাহ্ণ ॥ জুলাই ৭, ২০২৩
সুইডেনে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।
গতকাল শুক্রবার জুমআর নামাজের পর পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন মসজিদ হতে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা শহরের ডোকরোপাড়া এলাকার পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে জড়ো হন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ব্যাংক এশিয়ার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, খতমে নবুয়ত নেতা মীর মোর্শেদ তুহিন, জামাত নেতা দেলোয়ার হোসেন, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে ঈদ উল আজহার দিনে প্রকাশ্যে পবিত্র কোরআন পুড়িয়ে সালওয়ান মোমিকা পুরো মুসলিম জাতির হৃদয়ে আঘাত করেছে। এই অন্যায় মেনে নেয়া যায় না। তাই অবিলম্বে সুইডেনে পবিত্র কোরআন অবমাননাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ, তাদের অবরোধ দেয়াসহ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।